বৃষ্টি ভেজা সকাল…

মেঘলা আকাশ , বৃষ্টি ভেজা সকাল । বাবা র কথা খুব মনে পড়ে। সকালে উঠে বাবার ডিশ এ চা ঢেলে খাওয়া, সঙ্গে চারটে মারি বিস্কুট, চা এ ডুবিয়ে খাওয়ার কথা মনে পড়ে। চা খেয়ে তারপর একটা চার্মিনার ফিল্টার ছাড়া সিগারেট। সঙ্গে খবর  কাগজ এর পাতা উল্টে যাওয়ার কথা মনে পড়ে।
কিন্তু সেই বৃষ্টি ভেজা সকাল ঘুড়ে ফিরে প্রতি বছরই আসে। তাই আজ বাবার মতো নকল করে চা খাবার চেষ্টা করলাম। কলকাতার FM radio ও চালালাম।
সবই আছে শুধু বাবা নেই …..

2 thoughts on “বৃষ্টি ভেজা সকাল…

  1. Feels like a flash of remembrance in front of my eyes. What a nice way to grow around the grief of missing a parent by walking down the same path they once used to do 🙏🏻🙏🏻

Leave a comment